জুমার খুতবা ও জুমার নামাজ ১০ মিনিটে সমাপ্ত করার নির্দেশ দিল সংযুক্ত আরব আমিরাত। তাদের ধর্মীয় কাজের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আওকাফ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ নির্দেশ দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে শুক্রবারের জুমার নামাজ ও খুতবা সংক্ষিপ্তভাবে আদায় করা হবে। সাধারণত জুমার খুতবা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শরিয়া কাউন্সিল ফতোয়া জারি করে বলেছে, করোনাভাইরাসে আক্রান্ত কিংবা এমন আশংকায় রয়েছে সে এরিয়ায় লোকজন জুমার নামাজ আদায়ে মসজিদে না আসা উত্তম।ভাইরাস থেকে জনসাধারণকে রক্ষা করতে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি সচেতন থাকতে বলা হয়েছে।করোনাভাইরাসের এ পর্যন্ত আরব আমিরাতে ত্রিশ হাজারেরও বেশি লোকের ওপর পরীক্ষা চালানো হয়েছে। দেশটিতে ২৮ জন করোনাভাইরাস সংক্রমিত রোগী পাওয়া গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct