আপনজন ডেস্ক: বিশ্বের মুসলিম নেতৃতত্বের মধ্যে সবচেয়ে পরিচিত নাম তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।এ বার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুসলিম নেতার তালিকায় তাই চলে এলেন তিনি। শুধু তাই নয় সব শ্রেণির বিশ্ব নেতার তালিকায়ও তিনি বেশ ভাল স্থান অধিকার করেছেন। তার স্থান সেখানে পঞ্চম। সম্প্রতি বিশ্বব্যাপী এক সমীক্ষা চালিয়েছিল গ্যালাপ ইন্টারন্যাশনাল নামে এক সংস্থা।
ওই সংস্থার রিপোর্টে বিশ্বের মুসলিম নেতাদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে শীর্ষস্থান পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। ওইসমীক্ষাবলছে, এরদোগানের ঝুড়িতে গেছে ৩০ শতাংশ ভোট। তারপর আছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার ভোট প্রাপ্তির হার ২৫ শতাংশ।
এরপরেই রয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। অন্যদিকে সমীক্ষায় দেখা গেছে বিশ্বের সব শ্রেণির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় দেশনেতা হচ্ছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মরকেল। তারপরেই রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
এরপরের স্থান ক্রমান্বয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং এরদোগান। উল্লেখ্য, ১৯৭৭সাল থেকে ডা. জর্জ গ্যালাপ প্রথম জনপ্রিয়তার নির্ণয়ে সমীক্ষাচালিয়ে আসছেন। ২০১৯ সালে বিশ্বের ৫০টি দেশে সমীক্ষা চালানো হয়।এতে অংশ নেন ৫০,২৬১জন। ভোট দেন টেলিফোনে অথবা অনলাইনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct