মুকেশ আম্বানির রিলায়েন্স জিও ভারতের বাজারে আসার আগে ভোডাফোন, এয়ারটেল প্রভৃতি টেলিকম কোম্পানির ব্যাপক রাজত্ব ছিল। কিন্তু আস্তে আস্তে সেই রাজত্ব প্রায় শেষ হতে চলেছে।বিশেষ করে জিও যখন ইন্টারনেট পরিষেবা চালু করে একেবারে সস্তায়। ফলে, গ্রাহকরা জিওর দিকে ঝুঁকে পড়তে শুরু করে। ভোডাফোন, এয়ারটেলদের সঙ্গে জোর প্রতিযোগিতা শুরু হয়ে যায় জিওর। ভোডাফোন আইডিয়া মোবাইলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেও তাদের ক্ষতির বহর বেড়েই চলেছে। ভোডাফোন ৩০ ডিসেম্বর পর্যন্ত গত তিন মাসের যে ফিন্যান্স রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা গেছে ভোডাফোন-আইডিয়ার ক্ষতি ৬৪৩৮ কোটি টাকা। এই ক্ষতির বোঝা আর কত দিন তারা টানতে পারবে তা নিয়ে ইতিমধ্যে সন্দেহ দেখা দিয়েছে। টেলিনর যেমন ক্ষতির জন্য বাজার থেকে বিদায় নিয়েছিল ভোডাফোন সেরকম বিদায় নেবে কিনা সেই আশঙ্কায় দানা বাঁধছে ভোডাফোন গ্রাহকদের মনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct