আপনজন ডেস্ক: হজ পালনের যথাযথ প্রস্তুতি নিতে মুসল্লিদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়। সৌদিতে যাওয়ার আগেই হজের সব খুঁটিনাটি বিষয় শেখার বিষয়ে তাগিদ দিয়েছেন তারা।
মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়, হজযাত্রার প্রস্তুতির সময় মুসল্লিদের ভালোভাবে হজ পালনের আচার-অনুষ্ঠান পুরোপুরি বুঝতে হবে। হজের স্তম্ভ, ফরজ, সুন্নতসহ খুঁটিনাটি সব বিষয়ে জানাশোনা থাকতে হবে।
হজের প্রতিটি আনুষ্ঠানিকতা ও প্রাসঙ্গিক নিয়মাবলী শেখার পাশাপাশি ইসলামের পবিত্র স্থান এবং সে সম্পর্কিত সঠিক বিষয়গুলোও জানার আহ্বান জানানো হয়েছে নির্দেশনায়।
হজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হজযাত্রীদের বিভিন্ন ভাষায় নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। গাইডের ইংরেজি ভাষার লিঙ্কটি হল- https://learn.haj.gov.sa/home/tracks/
প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হয়।পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে ইসলামের পাঁচটি ফরজ কর্তব্যের একটি এ হজ সম্পন্ন করা হয়।
শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার হজ করা ফরজ।
গালফ নিউজের প্রতিবেদন মতে, এবার হজের সময় কর্তৃপক্ষ নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা আরও বাড়াতে চায়।সে জন্য পবিত্র হজবিষয়ক নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নিম্নলিখিত একটি নথি থাকলেই কেবল মক্কায় প্রবেশ করা যাবে:
এক. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, পবিত্র স্থানগুলোতে কাজের জন্য বৈধ অনুমতিপত্র
দুই. মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র (ইকামা)
তিন. সরকারিভাবে ইস্যু করা হজ পারমিট
এই নীতিমালার লক্ষ্য হলো মক্কায় প্রবেশ সহজ করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা এবং লাখ লাখ হজযাত্রীর আগমনের প্রস্তুতি নেয়ার সময় নিরাপত্তা জোরদার করা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct