আপনজন ডেস্ক: ক্রিকেট ক্যারিয়ারে অনেক পুরস্কারই পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে আজ যে পুরস্কার পেয়েছেন তা অনন্য। ভারতীয় ক্রিকেটে অবদানের আজ পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন কিংবদন্তি অব স্পিনার। ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কারটি যে অশ্বিন পাবেন তা আগেই নিশ্চিত ছিল। বছরের শুরুতেই তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। আজ রাষ্ট্রপতি ভবন থেকে সেটাই গ্রহণ করলেন তিনি। তার আগে এই পুরস্কার জিতেছেন আরো বেশ কজন ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জহির খান, বিরাট কোহলি, গৌতম গম্ভীর, যুবরাজ সিং ও মিতালি রাজ। ভারতের হয়ে প্রায় ১৫ বছরের ক্যারিয়ার অশ্বিনের। তিন সংস্করণ মিলিয়ে ২৮৭ ম্যাচ খেলেছেন তিনি। এ সময় ৭৬৫ উইকেট নিয়ে ভারতের আরেক কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ২০১০ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা অশ্বিন গত বছর বিদায় নিয়েছেন। বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতাচ্ছেন ৩৮ বছর বয়সী স্পিনার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct