আপনজন ডেস্ক: আগামী ৭ মে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। সোমবার বিকেলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এ কথা জানানো হয়। সংসদের অফিস বিদ্যাসাগর ভবন থেকে ওই দিন সকাল নটায় সাংবাদিক সম্মেলন করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা।
এদিন জানানো হয়, ৭ মে বেলা সাড়ে বারোটা নাগাদ ফল ঘোষণা করা হবে। দুপুর দুটো থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে পাবেন। একই সঙ্গে রেজাল্ট ডাউনলোড করতেও পারবেন পরীক্ষার্থীরা। ৮ মে মার্কশিট ও শংসাপত্র স্কুলগুলি থেকে দেওয়া হবে। ঐদিন স্কুলের প্রধান শিক্ষকরা তা পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে চলতি বছর ৩রা মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১৮ মার্চ পরীক্ষা শেষ হয়। প্রায় দেড় মাসের মাথায় ফলাফল ঘোষণা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct