আপনজন ডেস্ক: পরিবেশ বিপর্যয়ের কারণে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় চলতি বছর রেকর্ডসংখ্যক অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করবে গ্রিস। দেশটির ক্লাইমেট ক্রাইসিস মন্ত্রী বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়েই মারাত্মক রুক্ষ হয়ে উঠেছে আবহাওয়া। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের তথ্য মতে, ২০২৪ সাল ছিল বিশ্বের উষ্ণতম বছরের রেকর্ড। ইউরোপের দেশ গ্রিসেও এর প্রভাব স্পষ্ট।
ভূমধ্যসাগরে অবস্থিত শত শত দ্বীপের সমন্বয়ে গঠিত এই রাষ্ট্রটির আবহাওয়া ক্রমেই উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। বাতাসের গতি পরিবর্তনের ফলে দেশটিতে বাড়ছে দাবানলের ঘটনা, যা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আগাম পদক্ষেপের পরিকল্পনা করছে গ্রিস। দুর্যোগ মোকাবেলায় আগাম পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী কাইরিয়াকস মিতসোতাকিসের সঙ্গে বৈঠক করেন সিভিল প্রটেকশন অ্যান্ড ক্লাইমেট ক্রাইসিসি মন্ত্রী গিয়ানিস কেফালোগিয়ানিস। সাগরতীরের দেশ গ্রিসে ১ মে থেকে আনুষ্ঠানিকভাবে দাবানলের মৌসুম শুরু হয়। গিয়ানিস কেফালোগিয়ানিস জানান, চলতি বছর দেশটির অগ্নিনির্বাপণ বাহিনীর ১৮ হাজার সদস্যকে প্রস্তুত রাখা হবে। অগ্নিনির্বাপণকর্মী মোতায়েনের এই সংখ্যা এখন পর্যন্ত দেশটির ইতিহাসে সর্বোচ্চ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct