দিল্লি বিধানসভায় আম আদমি পার্টি বিপুল ভোটে জিতে যাওয়ায় কেজরিয়ালকে এখন সেলাম ঠুকতে বাধ্য হচ্ছে বিজেপি। কিন্তু তবুও কেজরিওয়ালকে কটাক্ষ করতে ছাড়ছে না। বিজেপি দিল্লির ভোটে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করেছিল জয় শ্রীরাম ধ্বনি তুলে। কিন্তু কেজরিওয়াল পাল্টা হিসেবে জয় বজরংবলি আওয়াজ তোলেন। জয় হনুমানজি বলে হনুমান চালিশা পারে কেজরিওয়াল বিজেপির প্রচেষ্টাকে রুখে দিয়েছেন। সে কথা কেজরিওয়াল প্রকাশ্যে জানিয়েছেন। এমনকি তিনি যে দিল্লির হনুমানজি মন্দিরে গিয়ে প্রকাশ্যে হনুমান চালিশা পড়েছেন তা প্রচার পেয়েছে। ফলে জয় শ্রীরামের পরাজয় ঘটেছে জয় বজরংবলির কাছে।
এ নিয়ে এবার বিজেপি নেতা কৈলাস বিজয়বার্গীয় ময়দানে নামলেন। তিনি কেজরিওয়ালের উদ্দেশ্যে তাকে হনুমান চালিশার জন্য ধন্যবাদ জানিয়ে বুধবার বললেন, এবার আপনি স্কুল, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে হনুমান চালিশা চালু করুন।
এ বিষয়ে কৈলাস বিজয়বর্গীয় ট্যুইটারে লিখেছেন, কেজরিয়ালকে ধন্যবাদ জেতার জন্য। কেজরিওয়ালের জয় এসেছে নিশ্চিত হনুমানজির আশীর্বাদের জন্য। তাই সময় এসেছে দিল্লির সব স্কুল, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে হনুমান চালিশা চালু করার। দিল্লির ছেলেমেয়েরা কেন বজরংবলির আশীর্বাদ থেকে বঞ্চিত হবে, সে প্রশ্ন তোলেন কৈলাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct