আলম সেখ , কলকাতা, আপনজন: কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি সংঘটিত নৃশংস সন্ত্রাসী হামলায় ২৮ জন তীর্থযাত্রী ও পর্যটকের মৃত্যুতে সারাদেশের মতো পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে প্রতিবাদ ও শোকসভা। সোমবারের এই ঘটনার নিন্দা জানিয়ে রাজধানী কলকাতাসহ একাধিক জেলায় মোমবাতি মিছিলের আয়োজন করে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)।
কলকাতায় মল্লিকবাজার থেকে পার্ক সার্কাস ৭ পয়েন্ট পর্যন্ত আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, সহ-সভাপতি তায়েদুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ কামাল বাসিরুজ্জামান, হাসিবুল ইসলাম, সম্পাদক মোঃ সারুর আলম, সদস্য মোঃ আসাদুল্লাহ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
দলের নেতৃত্বরা জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত— উত্তর দিনাজপুরের করণদিঘী থানার টুনিভিটা, মুর্শিদাবাদের বহরমপুর, ডোমকল, ইসলামপুর ও হরিহরপাড়া, বীরভূমেও একইভাবে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। তারা বলেন এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধুমাত্র শোকপ্রকাশ নয়, বরং দেশের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির প্রশ্ন তুলেও সচেতনতার বার্তা দেওয়া।
কলকাতার ৭ পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় দলের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম বলেন, “যেখানে আধুনিক অস্ত্র ব্যবহার করে দীর্ঘক্ষণ ধরে হামলা চালানো হয়, সেখানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ও প্রতিক্রিয়া নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এটি কেবল গাফিলতি নয়, আরও গভীর কিছু কি এর পেছনে কাজ করেছে, তা স্পষ্ট হওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “দেশের নাগরিকেরা বারবার সন্ত্রাসের শিকার হচ্ছেন, অথচ তথাকথিত কিছু মিডিয়া এ ধরনের ঘটনার পরও প্রকৃত কারণ ও ব্যর্থতা নিয়ে প্রশ্ন না তুলে সাম্প্রদায়িক বিভাজনকেই গুরুত্ব দিচ্ছে। এতে দায়িত্বশীল সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এসডিপিআই-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সেইসঙ্গে সাম্প্রদায়িক গোদি মিডিয়ার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
দলের বক্তব্য অনুযায়ী, “এই হামলা শুধু কাশ্মীরে নয়, দেশের গণতন্ত্র, সংবিধান ও মানবিক মূল্যবোধের উপরও আঘাত। এই মুহূর্তে জাতীয় ঐক্যই একমাত্র উত্তর হতে পারে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, দলিত, আদিবাসী—সব সম্প্রদায় ও গোষ্ঠীর মানুষের উচিত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct