আপনজন ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা অনৈসলামিক ও মানবতাবিরোধী বলে অভিহিত করল কলকাতার নাখোদা মসজিদ কর্তৃপক্ষ। এ ব্যাপারে বুধবার নাখোদা মসজিদের পক্ষে নাসের ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, ‘আজ ভারতের জন্য দুঃখের দিন, ভারতীয়দের জন্য দুঃখের দিন, শান্তি প্রতিষ্ঠাকারীদের জন্য দুঃখের দিন এবং মানবতার জন্য দুঃখের যুগ। কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ভয়ঙ্কর, জঘন্য এবং কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে, বিশেষ করে কাশ্মীরে ছুটি কাটাতে আসা নিরস্ত্র পর্যটকদের প্রাণহানি ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। নিরীহ মানুষের ওপর ইচ্ছাকৃত সহিংসতার চেয়ে বড় পাপ আর কিছু নেই। যে সন্ত্রাসীরা এই ঘৃণ্য কাজ করেছে তারা ইসলাম ও মানবতার শত্রু। এটা হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়ানোর সময় নয়। এখন সকল ভারতীয়র একত্রিত হওয়া উচিত এবং ঘৃণা, হিংসা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct