আপনজন ডেস্ক: সন্ত্রাসবাদীদের কোন জাত হয় না, ধর্ম হয় না। এরা একটা ক্লাস। এদের ক্ষমাও করা যায় না। কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ রাজ্যপালকে দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,আমরা এই জঙ্গি হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ক্যাবিনেট বৈঠকে আমরা নিন্দা প্রস্তাব গ্রহণ করেছি।আমরা এই ঘটনার উপযুক্ত বিচার চাই। সন্ত্রাসবাদীরা জন্মগত অপরাধী। তিনি জানান এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের সকলের পাশে রয়েছেন তিনি। কাশ্মীরে একটা ধস নেমেছিল । সেখানে ২৬ জন পর্যটক আটকে পড়েছিল। তাদের সকলকে নিরাপদে উদ্ধার করা গেছে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার সব সময় কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। বিতানের স্ত্রীর সাথে তার কথা হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
বেহালার সরশুনার নিহতের শ্যালকের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কলকাতার দুটি পর্যটকের মৃতদেহ রাতের মধ্যে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবে বলেও জানান তিনি। শুধু তাই নয় দুপুর বেলা যখন ওই মৃতদেহ নিয়ে কাশ্মীর থেকে বিমানে রওনা দেয় সেই সময় তিনি যোগাযোগ রেখেছেন বলে জানান। ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, কাশ্মীরের যে জায়গায় ঘটনা ঘটেছে সেটি সীমান্তবর্তী এলাকা। সেখানে প্রচুর সেনা থাকে সবসময়। কিন্তু সেখানে এতক্ষণ সময় লাগলো ।বেছে বেছে সন্ত্রাসবাদীরা খুন করল। তবে এই নিয়ে এখন আমি কোন কথা বলতে চাই না। আমরা প্রথম চাই উপযুক্ত বিচার।স্ট্রং অ্যাকশান। বুধবার বিকেলে কলকাতার ইএম বাইপাস এর পাশে একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যপালের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও তিনি কথা বলেন। খোঁজখবর নেন অসুস্থ রাজ্যপালের। পরে বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপালের বুকে সমস্যা আছে। চিকিৎসকরা তাকে বিশ্রাম নিতে বলেছেন। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এরপর মুখ্যমন্ত্রী জানান ,তিনি ওই হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ মুকুল রায়কেও দেখতে যান। মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের মাথায় হাত বুলিয়ে দেন। মুকুল রায় তাকিয়ে ছিলেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct