সানু ইসলাম, চাঁচল, আপনজন: মালদার জেলার হরিশ্চন্দ্রপুর থানার অঙ্গারমনি গ্রামে নয় বছর আগে মন্দিরের জায়গাকে কেন্দ্র করে ওই গ্রামের এক যুবক ভবতোষ সাহাকে কুপিয়ে খুন করা হয় প্রকাশ্য দিবালোকে। এই ঘটনায় ১৯ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। এদের মধ্যে একজন আবার কলকাতা পুলিশের কর্মী এবং একজন আইনজীবীও রয়েছেন।গতকাল চাঁচল মহকুমা আদালতে এই ১৯ জনের মধ্যে জীবিত ১৬ জনকে দোষী সাব্যস্ত করা হয়।ঘটনাক্রমে এই ঘটনার সঙ্গে জড়িত দুইজন এই মামলা চলাকালীন মারা যায়।রেবতী দাস বলে এক মহিলাকে বেকসুর খালাস দেওয়া হয়।আজ মঙ্গলবার,চাঁচল মহকুমা আদালতে এই খুনের ঘটনায় জড়িত ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন চাঁচল এডিজে কোর্টের অতিরিক্ত জেলা জজ সুরজিৎ দে।৩০২ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড।এবং ১৪৩ ধারা অনুযায়ী ছয় মাসের সশ্রম কারাদণ্ড অনাদায় এক বছরের জেলের নির্দেশ দেওয়া হয়।বিচারক এদিন রায় দান করার সময় এই ঘটনাকে বর্বরোচিত ঘটনা বলে উল্লেখ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct