আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হার্ভার্ডের অভিযোগ, ট্রাম্প প্রশাসন তাদের বিরুদ্ধে অসাংবিধানিক প্রচার চালিয়ে কয়েক শ কোটি ডলার আটকে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিলিয়ন ডলারের অর্থ কাটছাঁট ঠেকাতে ফেডারেল আদালতে এই মামলা করেছে বিশ্ববিদ্যালয়টি।
সোমবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চুক্তি ও অনুদানের কয়েক শ কোটি ডলার আটকে দিয়েছে।’ এক বিবৃতিতে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবের বলেছেন, ‘হার্ভার্ড ট্রাম্প প্রশাসনের বেআইনি দাবি না মানার পর গত এক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন একাধিক ব্যবস্থা নিয়েছে। তারা আমাদের যে অর্থ দেয়, তা ফ্রিজ করে দিয়েছে। এই ক্ষমতা সরকারের নেই। আমরা তাই মামলা করেছি।’ ট্রাম্প প্রশাসন ২০০ কোটি ডলারের বেশি ফেডারেল অনুদান বন্ধ করে দিয়েছে। হার্ভার্ড ক্রিমসনের রিপোর্ট বলছে, হার্ভার্ড ও অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়া বার্তা স্পষ্ট। সরকার তৃণমূল স্তরে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাজে হস্তক্ষেপ করবে। তার ফলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা, চিকিৎসাক্ষেত্রে সাফল্য, বৈজ্ঞানিক উদ্ভাবন, সমস্যার সমাধান করার দক্ষতা যাতে চলে যায় তার ব্যবস্থা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct