মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: ফের এক অনন্য কীর্তি গড়লেন কালনার জলপরী সায়নী দাস। ছয়টি সিন্ধু জয়ের মুকুটে এবার যুক্ত হলো আরও এক পালক—স্পেন ও মোরক্কোর মাঝে অবস্থিত জিব্রাল্টার সাগর পেরিয়ে নজির গড়লেন এই বঙ্গকন্যা। মাত্র ৩ ঘণ্টা ৫১ মিনিটে সাঁতরে এই কঠিন পথ অতিক্রম করেন সায়নী। এই জয়ের মাধ্যমে তিনি হয়ে উঠলেন এশিয়ার প্রথম মহিলা সাঁতারু, যিনি ষষ্ঠ সাগর জয় করার গৌরব অর্জন করলেন।সায়নীর এই সাফল্য শুধু পূর্ব বর্ধমান জেলার, কালনা বা বাংলার নয়, গোটা দেশের গর্ব। জলজ যুদ্ধ জয় করে তিনি নতুন উদাহরণ তৈরি করলেন সাহস, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের। জিব্রাল্টার প্রণালীর প্রতিকূল স্রোত, ঠান্ডা জল এবং প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এই সাফল্যের মধ্য দিয়ে সায়নী প্রমাণ করলেন, দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রমের কাছে কোনো বাধাই অজেয় নয়।সায়নীর এই যাত্রা কেবল একটি ক্রীড়া কৃতিত্ব নয়, এটি নারী শক্তির প্রতীকও। তিনি এশিয়ার প্রথম মহিলা হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন, যা ভারতীয় ক্রীড়া জগতে এক নতুন অধ্যায় রচনা করল। তাঁর এই অর্জন তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। কালনার মেয়ে সায়নী তাঁর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন।এই কৃতিত্বের পেছনে রয়েছে সায়নীর অক্লান্ত প্রশিক্ষণ, পরিবারের সমর্থন এবং তাঁর কোচের নির্দেশনা। তিনি প্রমাণ করেছেন যে সঠিক লক্ষ্য এবং অধ্যবসায় থাকলে যেকোনো স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। সায়নীর এই জয় শুধু তাঁর ব্যক্তিগত বিজয় নয়, এটি সমগ্র দেশের জন্য গর্বের মুহূর্ত। তাঁর এই কাহিনি আমাদের মনে করিয়ে দেয় যে, চ্যালেঞ্জ যত কঠিনই হোক, মনের জোর আর কঠোর পরিশ্রমের কাছে সব সম্ভব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct