অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: এটিএম জালিয়াতির অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম মেশিনে সেলোটেপ লাগিয়ে জালিয়াতি করবার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ধৃতকে তুলে দেয়া হয়েছে পুলিশের হাতে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত শিবতলি এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম জাহিদ খান(৩৪)। তিনি বিহার রাজ্যের বাসিন্দা। অভিযোগ, সবার অলক্ষ্যে এদিন সেলোটেপ কিংবা অন্য কোন বিশেষ যন্ত্র লাগিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করবার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন ওই এটিএম এর কর্মীরা। পাশাপাশি বিষয়টি জানাজানি হতেই ছুটে আসে স্থানীয়রাও। পরবর্তীতে খবর দেয়া হয় বালুরঘাট থানায়। এটিএম কর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে ওই ব্যক্তিকে তুলে দেয়া হয় বালুরঘাট থানার পুলিশের হাতে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই এটিএম এ প্রতারণা করবার অভিযোগ আসছিল। অনেক সময় এটিএম প্রতারণার কারণে সমস্যায় পড়তে হচ্ছিল গ্রাহকদের। এরপর থেকেই এটিএম এর উপরে নজরদারি বাড়ানো হয়েছিল কর্মীদের তরফে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct