চন্দন বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: একদিকে সারা রাজ্য জুড়ে যখন বিজেপি সিপিএম কংগ্রেস ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে, মানুষে মানুষে বিভেদ তৈরি করে রাজনীতির ময়দানে ফায়দা তোলার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেসকে বদনাম করে মানুষের কাছে জায়গা করার চেষ্টা করছে, ঠিক তখনই বিরোধীদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করতে, আগামী বিধানসভা নির্বাচনের তৃণমূলের হাতকে আরো শক্ত করতে জয়নগর বিধানসভা কেন্দ্রে প্রায় ৫০০ জন কর্মী সমর্থক নিয়ে ৫০ জনেরও বেশি নেতৃত্ব আজ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের হাত থেকে।
জয়নগরের সিপিএম , কংগ্রেস ও এসইউসিআই থেকে প্রায় ৫০০ জন তৃণমূলে যোগদান করেন। উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে দুর্গাপুর মোড়ে এই যোগদান পর্ব অনুষ্ঠান হয়।
সিপিএমের প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী, কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ প্রায় পাঁচজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য, সিপিএমের প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী, সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখ ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন মোল্লা সহ
কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা কংগ্রেসের মনিরুদ্দীন গাজী, এসইউসিআই পঞ্চায়েত সদস্য রুখসানা লস্কর সহ প্রচুর কর্মী সমর্থক আজ তৃণমূলের যোগদান করেন।
উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য বন্দনা লস্কর, দক্ষিণ ২৪ পরগনা জয় হিন্দ বাহিনীর সহ-সভাপতি রাজু লস্কর, ব্লক সভাপতি তুহিন বিশ্বাস, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শামীম আহমেদ ঢালী, তৃণমূল যুব নেতা আরিফ আহমেদ সহ একাধিক নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct