নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: সরকারি জায়গা থেকে জীবন্ত গাছ কেটে ফেলার ঘটনায় চাঞ্চল্য নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া টুঙ্গী ভাজনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে ১২০ নম্বর বুথ রাস্তার ধারে সরকারি গাছ এইভাবে দিনের পর দিন কেটে ফেলা হচ্ছে। এদিন কিছু গ্রামবাসী স্থানীয় বাসিন্দা গৌর হালদার নামে একজন ব্যক্তিকে গাছ কাটতে দেখে হাতেনাতে ধরে ফেলে। বাসিন্দারা জানতে চান সরকারি গাছ কেন কাটা হচ্ছে। প্রথমে কথা অস্বীকার করলে পরে গ্রামবাসীদের সরকারি গাছ কাটার কারণ জিজ্ঞাসা করার পর কোন সদুত্তর দিতে না পেরে অভিযুক্ত ব্যক্তি পায়ের জুতো ফেলে রেখে পলিয়ে যাই । গ্রামবাসীরা এই ঘটনা কৃষ্ণগঞ্জ থানায় জানালে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পৌঁছায় ঘোষণাস্থলে, এরপর কাটা গাছগুলি থানায় নিয়ে যায়। প্রকাশ্য দিনের বেলায় কদম গাছ ও অর্জুন গাছ কাটা ধরে ফেলায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কেটে ফেলা গাছগুলো নিয়ে যাওয়াই খুশি গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct