আপনজন ডেস্ক: কলিঙ্গা সুপার কাপ ২০২৫ থেকে চার্চিল ব্রাদার্স এফসির প্রত্যাহারের কারণে আগামী ২০ই এপ্রিল রাত ৮ টায় মোহনবাগানের বিরুদ্ধে যে ম্যাচটি হওয়ার কথা ছিল তাতে পুরোপুরি ভাবে মোহনবাগানকে ওয়াক ওভার দেওয়া হবে। শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে এই খবরটি জানা গিয়েছে। মেরিনার্স, প্রধান কোচ জোসে মোলিনার অধীনে ঘরোয়া ডাবল ম্যাচটি সম্পন্ন করে, এই মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) শিল্ড এবং কাপ দুটোই জিতেছে এবং সুপার কাপের জন্য আই-লিগের অস্থায়ী নেতা চার্চিলের সাথে ড্র-ও করেছে। তবে, চার্চিল এবং ইন্টার কাশির মধ্যে আই-লিগ বিজয়ীর অন্তর্বর্তী ও সিদ্ধান্ত এআইএফএফ আপিল কমিটিতে বর্তমানে চলমান থাকার জন্য, গোয়ান দল টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইএসএল ২০২৪২৫ সিল্ড এন্ড কাপ এর বিজয়ী মোহনবাগান এসজি আগামী ২৬ শে এপ্রিল, সরাসরি কেরালা ব্লাস্টার্স এফসি এবং ইস্ট বেঙ্গল এফসির মধ্যে রাউন্ড ১৬-এর বিজয়ীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে, যা এখন সময় পরিবর্তিত হয়ে আগামী ২০ এপ্রিল, ২০২৫ ভারতীয় সময় অনুযায়ী রাত ৮ টায় কিক-অফে স্থানান্তরিত হয়েছে। নিজেদের স্বয়ংক্রিয় যোগ্যতা অর্জনের ফলে এই মাসের শেষের দিকে ভুবনেশ্বরে যে সুপার কাপের সেমিফাইনাল হতে চলেছে সেখানে কলকাতার সুযোগ রয়েছে। এর আগে কলকাতার দুই জায়ান্ট এর আগে ২০২৪-এর সুপার কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল, যেখানে চূড়ান্ত চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল ৩-১ গোলে ম্যাচটি জিতেছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct