অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। মূলত স্বামীর পরকীয়ার জেরে খুন বলে অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকেদের। ঘটনায় স্বামী সহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মৃতার পরিবারের লোকেদের। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ১ নং ওয়ার্ডের অন্তর্গত খুশিপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃত গৃহবধুর নাম পারুল সরকার(৩৬)। তাঁর স্বামীর নাম নয়ন সরকার। তদের একটি মাবালিকা মেয়ে এবং এক নাবালক ছেলে রয়েছে। শুক্রবার সকালে শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় পারুলকে দেখা যায় বলে দাবি স্বামী ও শ্বশুর বাড়ির লোকের। তারাই তড়িঘড়ি ঝুলন্ত দেহ উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ এবং মৃতার বাপের বাড়ির লোকজন।
পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় বুনিয়াদপুর পুরসভার পৌর প্রশাসক। পুলিশ দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
মৃত গৃহবধূর বাপের বাড়ির তরফে অভিযোগ, পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তাদের বাড়ির মেয়েকে। এবিষয়ে মৃত গৃহবধুর ভাই কমল মন্ডল জানান, তার জামাইবাবু পাশ্ববর্তী এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত বহুদিন ধরে। যা নিয়ে দিদির ওপর শারিরীক ও মানসিক অত্যাচার চালাত নয়ন সরকার ও তার বাবা মা। দুদিন আগে দিদি তাদের বাড়িতে এসেছিল। তাকে নয়ন সরকার মেরে ফেলবে বলে জানায়। কিন্ত দিদিকে বুঝিয়ে সুজিয়ে ফের স্বামীর কাছে পাঠান তারা। জামাই নয়ন সরকারকেও বোঝান তারা। কিন্ত এদিন সকালে দিদির মৃত্যু সংবাদ পান । তার দিদিকে জামাই নয়ন খুন করে ঝুলিয়ে দিয়েছে। এমনকি সন্দেহ দূর করতে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় নয়ন এবং তার বাবা মা সহ অবৈধ সম্পর্কিত মহিলাও যুক্ত। তারা শাস্তি চাইছেন।
বুনিয়াদপুর পুরসভার পৌর প্রশাসক কমল সরকার জানান, প্রতিদিন সকালে তাঁরা ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরেন। মানুষের সমস্যাগুলি সচক্ষে দেখে সমাধানের চেষ্টা করেন। এদিন ১ নম্বর ওয়ার্ডে গিয়ে ঘটনার কথা জানতে পারেন। পুলিশ ঘটনাটি দেখে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় তা বলা হয়েছে। এবিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct