চন্দনা বন্দ্যোপাধ্যায়, সোনারপুর, আপনজন: রাজপুর সোনারপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলার বিশ্বজিত বিশ্বাসের উপর প্রকাশ্য রাস্তায় হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার সকালে এই হামলার ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।এই হামলার ঘটনায় বিশ্বজিতবাবুর পরিবার গভীর আতঙ্কে রয়েছেন। অভিযুক্ত প্রতিবেশী বাপি সরদারের নামে ইতিমধ্যেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নি। বিশ্বজিত বিশ্বাস ২০০৯ সালে রাজপুর সোনারপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাউন্সিলার পদে দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রী পুতুল বিশ্বাস পাশের একটি পরিত্যক্ত জমিতে ময়লা ফেলতে গেলে প্রতিবেশী বাপি সরদার তাঁর উপর চড়াও হয়। সেই সময় প্রতিবেশীদেরহস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে।কিন্তু পরবর্তী সময়ে, বিশ্বজিত বাবু যখন তাঁর ছেলেকে স্কুলে দিয়ে আসছিলেন,তখন ফের হামলার শিকার হন তিনি। অভিযোগ অনুযায়ী, রাস্তায় তাঁকে আটকে রেখে মাথায় ইট দিয়ে আঘাত করে বাপি। ওই সময় তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া পুত্র ঘটনাস্থলে উপস্থিত ছিলো।ছেলের সামনেই ঘটে যায় ভয়ানক এই ঘটনা। স্থানীয়রা ছুটে এসে বিশ্বজিতবাবুকে উদ্ধার করেন এবং আরও বড় বিপদ এড়ানো সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এর আগেও একাধিকবার বাপির সঙ্গে বিভিন্ন বিষয়েবিরোধে জড়িয়েছিলেন বিশ্বজিতবাবু। ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক হিংসার ছায়া— তা খতিয়ে দেখছে পুলিশ।বিশ্বজিত বিশ্বাস ও তাঁর পরিবারের সদস্যরা এই ঘটনার পর প্রবল মানসিক চাপেরয়েছেন। এলাকায় নিরাপত্তা চেয়ে প্রশাসনের দারস্থ হয়েছেন তাঁরা। পুলিশ আশ্বাস দিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। স্থানীয় রাজনৈতিক মহলেও এই ঘটনায় তীব্র নিন্দা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct