নকিবউদ্দিন গাজী, ডা. হারবার, আপনজন: সাংসসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবার কেল্লার মাঠকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার পৌরসভার অন্তর্গত কেল্লার মাঠ পর্যটকদের কাছে অতি পরিচিত একটি পিকনিক স্পট আগস্ট মাস থেকেই এই কেল্লার মাঠে পর্যটকদের ভিড় ধীরে ধীরে বেড়ে ওঠে কলকাতা থেকে কাছেপিঠে কয়েক ঘণ্টার সময় কাটানোর জন্য হুগলির নদীর তীরবর্তী এই কেল্লার মাঠ পর্যটকদের কাছে অতি পরিচিত স্থান। তাই এবারে ডায়মন্ড হারবার পৌরসভার এই কেল্লার মাঠ কে সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত প্রথম পর্যায়ে এক কোটি সাত লক্ষ টাকায় আড়াইশো মিটার বাঁধ ব্লক পিচিং করা হবে। তারপরে এই কেল্লার মাঠটি কে মাটি ফেলে আরও উঁচু করা হবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে আলো ব্যবস্থা থাকবে আধুনিক মানের টয়লেট ও বসার জায়গা করা হবে। যেখানে দূরদূরান্ত থেকে পর্যটকরা এলে নদীর পাড়ে বসে হুগলি নদীর তার প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে পারে তার যা যা উপায় আছে সেই সব ব্যবস্থা করার জন্য চিন্তা ভাবনা করা হয়েছে যা পৌরসভার তত্ত্বাবধানে এইভাবে সাজানো হবে। ইংরেজ আমলে এই চিংড়িখালি ফোর্টি এখন মানুষের কাছে কেল্লার মাঠ হিসেবে পরিচিত পেয়েছে। ইংরেজদের ব্যবসার কারণে ডায়মন্ড হারবারে এই হুগলি নদীর তীরে তাদের বসবাস গড়ে তুলেছিল সেই নিদর্শন আস্তে আস্তে হুগলি নদীতে সবকিছু তলিয়ে গেলেও এখনো কিছু নিদর্শন রয়ে গেছে এই কেল্লার মাঠে আর তারি টানে পর্যটকরা দূরদূরান্ত থেকে কিছুটা সময় কাটানোর জন্য কাছে পিঠে ডায়মন্ড হারবারে কেল্লার মাঠে চলে আসেন। কেল্লার মাঠে যে নদী বাউন্ডারি আছে প্রাকৃতিক বিপর্যয় তা বেশ কিছু জায়গা ভেঙে গেছে তলিয়ে গেছে কিছুটা অংশ সেই সব জায়গাগুলোকে রক্ষণাবেক্ষণা করার জন্য সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার একটি প্রোপজাল পাঠিয়েছিল সেই প্রপোজালের ভিত্তিতে প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct