আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড এবং রাজ্য ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্ত সহ বিতর্কিত ওয়াকফ আইনের কিছু অংশের কার্যকারিতা ৫ মে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত স্থগিত করেছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, ওয়াকফ সম্পত্তি–ব্যবহারকারী বা দলিলের মাধ্যমে নিবন্ধিত বা ওয়াকফ হিসাবে ঘোষিত সম্পত্তি পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তার চরিত্র পরিবর্তন করা যাবে না।
নতুন আইনে ওয়াকফ বোর্ডের গঠনে রদবদল করার ফলে অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টে বলেছে, পরবর্তী শুনানির আগে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড এবং রাজ্য ওয়াকফ বোর্ডে অমুসলিমদের সদস্য নিয়োগ করা যাবে না।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সলিসিটর জেনারেল (তুষার) মেহতা সুপ্রিম কোর্টকে আশ্বাস দিয়েছেন যে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত, ২০২৫ সালের আইনের অধীনে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড এবং রোজ্য ওয়াকফ বোর্ডে কোনও অমুসলিম সদস্য নিয়োগ করা হবে না। তিনি আরও আশ্বাস দিয়েছেন যে ইতিমধ্যে বিজ্ঞপ্তি বা গেজেট দ্বারা ঘোষিত ওয়াকফ সহ ওয়াকফের স্থিতি পরিবর্তন করা হবে না। সলিসিটর জেনারেল তুষার মেহতার তরফে কেন্দ্র সাত দিনের সময় চেয়েছে জবাব দেওয়ার জন্য। আদালত আবেদনকারীদের তার পাঁচ দিনের মধ্যে তাদের পুনঃপ্রচার দাখিল করার অনুমতি দিয়েছে। পরবর্তী শুনানি হবে ৫ মে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct