নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: নয়া ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনের আবহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রাক্তন সভাপতিও বর্তমান পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কাউন্সিলের চেয়ারম্যান শাহেনশাহ জাহাঙ্গীর ৷ পাশাপাশি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভাবে ‘ওয়াকফ’ আন্দোলনে বার্তা দিয়েছেন তিনি ৷ নয়া ওয়াকফ সংশোধনী আইন বাতিল করা হোক, এই আর্জিতে সুপ্রিম কোর্টে মামলাকারী শাহেনশাহ জাহাঙ্গীর জানান, ‘পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে, সম্প্রতি সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছি। এই মামলার মধ্য দিয়ে আমরা সুপ্রিম কোর্টকে জানিয়েছি যে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করেছি, কারণ এর বিধানগুলি অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতার নীতি লঙ্ঘন করে। সুপ্রিম কোর্টে আগামী ১৬ই এপ্রিল শুনানির প্রথম দিন নির্ধারণ করেছে । আমরা আপনাদের সকলের কাছে দুয়ার আবেদন করছি ।’
রাজ্যের শান্তি, সম্প্রীতি, ঐক্য অক্ষুন্ন রাখার আহ্বান জানিয়ে ওয়াকফ ইস্যুতে সুপ্রিম কোর্টের অন্যতম প্রধান আবেদনকারী শাহেনশাহ জাহাঙ্গীর বলেন, ‘আমি সকলের কাছে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভাবে করার আবেদন করছি । যেকোনো সহিংসতা সুপ্রিম কোর্টে আমাদের মামলাকে দুর্বল করে দেবে । মনে রাখা দরকার যে ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন তারা কেবল মুসলিম নন, অমুসলিমরাও এই আইনের বিরোধিতা করছেন ৷’ সংসদের ভেতরে বেশ কয়েকজন অমুসলিম এমপি ওয়াকফ আইনের তীব্র বিরোধিতা করতে দেখে যায় সে কথা তুলে ধরে জাহাঙ্গীর আশঙ্কা প্রকাশ করেন, ‘ঐক্যবদ্ধ আন্দোলনকে ধর্মীয়ভাবে বিভক্ত করার চেষ্টায় সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে অসাধু উদ্দেশ্য পূরণ করতে চাইছে এক শ্রেণীর মানুষ ।’ এ দিন শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন করে দৃষ্টান্ত হিসাবে গড়ে তোলার আহ্বান জানান পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কাউন্সিলের চেয়ারম্যান শাহেনশাহ জাহাঙ্গীর ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct