নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: নদিয়ায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত সাম্প্রদায়িক উস্কানিমূলক টুইট করার অভিযোগে এদিন নবদ্বীপ থানায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর করা হল নবদ্বীপ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। সোমবার দুপুর ১২টায় নবদ্বীপ থানায় পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় উপমন্ত্রী ড.সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, তিনি আজ তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি উদ্দেশ্যপ্রণোদিত,মিথ্যা এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক টুইট করেছেন, যা রাজ্যের শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করতে পারে।এই অভিযোগ নবদ্বীপ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ চ্যাটার্জি বলেন,আমরা দৃঢ়ভাবে মনে করি, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি,যাতে রাজ্যে শান্তি বজায় থাকে।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct