আপনজন ডেস্ক: নাইজেরিয়ার মালভূমি রাজ্যে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের হাতে প্রায় ৫০ জন নিহত হয়েছে। রেড ক্রসের একটি সূত্রের বরাত দিয়ে এএফপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির মধ্যাঞ্চলের এই রাজ্যটি ধর্মীয়ভাবে মিশ্র একটি অঞ্চল হিসেবে পরিচিত, যেখানে সম্প্রদায়গত সংঘাত ও জমিসংক্রান্ত প্রাণঘাতী বিরোধ দীর্ঘদিনের সমস্যা। রাজ্যের স্থানীয় সরকার এলাকা বাসার জিকে ও কিমাকপা গ্রামে স্থানীয় সময় রবিবার রাতে এই হামলা হয়। মাত্র দুই সপ্তাহ আগে একই রাজ্যের বোক্কোস এলাকায় সশস্ত্র ব্যক্তিরা একাধিক গ্রামে হামলা চালিয়ে ৪৮ জনকে হত্যা করেছিল। নতুন হামলাস্থল রাজ্যের রাজধানী জস শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে। এএফপি বলছে, এই অঞ্চলে মুসলিম ফুলানি রাখাল ও প্রধানত খ্রিস্টান কৃষকদের মধ্যে জমি নিয়ে বিরোধ প্রায়ই সহিংসতায় পরিণত হয়, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে, যেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি প্রায় নেই এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। রেড ক্রসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, ৪৭ জন নিহত হয়েছে, ২২ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এবং পাঁচটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।’ এ ছাড়া জিকে গ্রামের বাসিন্দা ডরকাস জন বলেন, ‘আমরা জানতাম না তারা কারা ছিল। হঠাৎ আমাদের গ্রামে ঢুকে যেদিকে পেরেছে, সেদিকেই গুলি করতে শুরু করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct