নুরুল ইসলাম খান, হাওড়া, আপনজন: নয়া ওয়াকফ বিল পাস নিয়ে গণতন্ত্র রক্ষার কথা বলেন ফুরফুরার পীরজাদা সওবান সিদ্দিকী। শনিবার হাওড়া উলুবেড়িয়ায় হযরত পীর হাজী এসহাক সিদ্দিকীর ৭১ তম বাৎসরিক সভায় তিনি প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বক্তৃতা করেন। তিনি বলেন, বলেন ওয়াকফ নিয়ে রাস্তায় কোন অশান্তি সৃষ্টি করা যাবে না। দরকার হলে সমস্ত স্তরের জনগনকে নিয়ে শান্তিপূর্ণ সভা করতে হবে।
আগামী ২৬ এপ্রিল ব্রিগেড গ্ৰাউন্ডের সমাবেশে সবাইকে উপস্থিত হবার আহ্বান জানিয়েছেন। সভায় ওয়াজ নসিহত করেন পীর হযরত ওমর সিদ্দিকী।রাজ্য সহ সমগ্র বিশ্বের মানুষের জন্য দোয়া করেন পীর হযরত আব্দুল্লাহ সিদ্দিকী। বয়ান করেন পীরজাদা মুজাহিদ সিদ্দিকী, মহম্মদ আলি ইউসুফ সামবিল, মাওলানা আমিনুল আম্বিয়া, মাওলানা যিয়াউল হক ও উপস্থিত ছিলেন মন্ত্রী পুলক রায়। নজর কেড়েছেন বিশিষ্ট ক্বারী জনাব আশিক বিল্লাহ এর পবিত্র কোরাণ তেলাওয়াত।
ঈসালে সওয়াব কমিটির জনাব বায়জুল ও লিয়াকত সাহেব সহ সকল সদস্যদের আন্তরিকতা ছিল প্রশংসিত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct