নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, আপনজন: নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের তরফে কোচবিহারের রাজপথে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল হল রবিবার। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোচবিহার শহর অবরুদ্ধ হয়ে পড়ে। কোচবিহার জেলা প্রশাসনের তরফে অপ্রীতিকর ঘটনা এড়াতে শত শত ফোর্স মোতায়েন করা হয়। নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কোচবিহার জেলা কমিটির সভাপতি রাহুল হোসেন বলেন, আমাদের দুই শত সেচ্ছাসেবক ও প্রসাশনের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল সুসম্পন্ন হয়। এদিনের ওয়াকফ আইন বিরোধী মিছিলে বিশেষ্ট জনের মধ্যে ছিলেন, আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী, ডাঃ সাকোয়াত আলী, আইনজীবী মীর মশাররফ হোসেন , বাপ্পা হক, হাফেজ ঈমান আলী সহ অন্যান্যরা। সংগঠনের জেলা কমিটির সম্পাদক ও দিনহাটা মহকুমার কনভেনার মাওলানা সিদ্দিক হোসেন এবং সুমন মিয়ার জন সংযোগের জন্য আজকের মিছিল হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। আজকের প্রতিবাদী আয়োজনে একটাই দাবি ওঠে অবিলম্বে ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct