মোহাম্মদ জাকারিয়া, কলকাতা, আপনজন: ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সম্মেলন নিয়ে এক প্রস্তুতি সভায় কড়া বার্তা দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের মুসলিম জনগণের উদ্দেশে তিনি বললেন, এই ফাঁদে পা দেবেন না। বিজেপি চায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করতে।
ফিরহাদ হাকিমের কণ্ঠে ছিল বাস্তবতা ও অভিজ্ঞতার মিশেল। তিনি বলেন, “রাস্তায় দাঁড়িয়ে ইট ছুড়ে, দোকান পুড়িয়ে প্রতিবাদ করা যায় না। যারা এই কাজ করছেন, তারা অজান্তেই বিজেপির হাত শক্ত করছেন।” তার বক্তব্যে ছিল স্পষ্ট বার্তা—বিক্ষোভ হোক শান্তিপূর্ণ ও বুদ্ধিদীপ্ত, কারণ কৌশলের সঙ্গে না লড়লে ক্ষতি হবে দেশের সংখ্যালঘু সমাজেরই।
মন্ত্রী আরও জানান, ওয়াকফ বিল ২০২৫ সংবিধানবিরোধী। এই বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সংসদের ভিতরে ও বাইরে সরব হয়েছে। একেবারে শেষ পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দিলেন তিনি।
তিনি স্পষ্ট করে বলেন, “যারা রাস্তায় বিশৃঙ্খলা করছেন, তারাই প্রকৃতপক্ষে বিজেপিকে সমর্থন করছেন। দয়া করে এমন কাজ করবেন না।” সমাজে যাতে আর উত্তেজনা না ছড়ায়, সেই কারণেই তার এই স্পষ্ট ও সাহসী বার্তা।
এই বিতর্কিত বিলকে ঘিরে একদিকে যেমন ক্ষোভ, অন্যদিকে রাজনৈতিক কৌশল—তার মধ্যেই ফিরহাদ হাকিমের এই বার্তা যেন এক ধরনের সচেতনতার ডাক। সময়ই বলবে, এই বার্তায় কতটা কাজ হবে, তবে তার স্বর ছিল অস্পষ্ট নয়—“ফাঁদে পা দেবেন না।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct