নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: ধর্মীয় উৎসবের দিনে হিংসার ভুয়ো ছবি বিজেপি পোস্ট করেছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে আসল ঘটনা স্থল উল্লেখ করে পাল্টা ছবি পোস্ট করা হল। অভিযোগ রাজ্য বিজেপির সমাজ মাধ্যমের পাতায় রবিবার বেশ কিছু অশান্তির ছবি একসঙ্গে করে পোস্ট করা হয়।
এই প্রসঙ্গে পাল্টা পোস্ট করে রাজ্য পুলিশ জানিয়ে দেয় যে তাতে যে ছবিগুলি ব্যবহার করা হয়েছে এবং পূজা পার্বণের সময় গোলমাল হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তা পুরোপুরি ভুয়ো। ধর্মীয় উৎসবের সময় অশান্তি হয়েছে বলে যে ছবিগুলি দেখানো হয়েছে সেই ছবিগুলি বেশিরভাগ নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময় বলে রাজ্য পুলিশ দাবি করেছে। সমাজ মাধ্যমে বিজেপির পক্ষ থেকে যে ছবিগুলি পোস্ট করা হয় তাতে দেখা যায় যে কোথাও রাস্তায় আগুন জ্বলছে কোন ছবিতে বিক্ষোভের হিংসাত্মক দৃশ্য। এই ধরনের অশান্তি গুলি কোনোটিই রামনবমীর সময় কোনোটিকে বলা হয়েছে দুর্গাপূজার সময় এবং কোনটিকে বলা হয়েছে গণেশ চতুর্থীর সময় বিজেপির পক্ষ থেকে। সরস্বতী পুজোর সময় অশান্তি হয়েছে বলে যে ছবি দেখানো হয়েছে পুলিশের দাবি যে সেই অশান্তির ঘটনা উত্তরপ্রদেশের লখনৌয়ের এনআরসি বিরোধী আন্দোলনের সময়ের ছবি। এই ধরনের ছবি এবং ঘটনাস্থল উল্লেখ করে উত্তর প্রদেশ অসাম কর্ণাটক বেঙ্গালুরু এইসব এলাকার ছবিগুলো দিয়ে রাজ্যের বিভিন্ন পুজো উৎসবের কথা উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবী কিন্তু তাতে কোন এলাকার নাম উল্লেখ করা হয়নি। এমনিতেই গত কয়েকদিন থেকে মুর্শিদাবাদে জঙ্গিপুর ,সুতি, সামশেরগঞ্জ ও ধুলিয়ান এলাকায় হিংসাত্মক ঘটনা ঘটছে। এই পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে রাজ্যের সর্বোচ্চ উচ্চ আদালত। রবিবার থেকে কেন্দ্রীয় বাহিনী সেখানে টহল দিচ্ছে। শান্তি রক্ষায় শুরু হয়েছে রুট মার্চ। বিএসএফের দক্ষিণবঙ্গের ফ্রন্ট ইয়ারের আইজি তরণী সিংহ শেখাওয়াত মুর্শিদাবাদের পৌঁছেছেন। মুর্শিদাবাদের এই পরিস্থিতিতে রবিবার বিজেপির সমাজ মাধ্যমে এই ছবি পোস্ট কে কেন্দ্র করে রাজ্য পুলিশের পাল্টা দাবি ভুয়ো পোস্ট করে ফের উস্কানিমূলক প্রচার শুরু হয়েছে। রাজ্যবাসীকে তাই সতর্ক করতে রাজ্য পুলিশ পাল্টা পোস্ট করে সজাগ থাকার আবেদন জানিয়েছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তৃণমূলের সমাজ মাধ্যমের পাতায় বলা হয়েছে বিজেপির গোটা প্রচার ব্যবস্থা এখন বহু তথ্য ছড়ানোর কারখানা হয়ে উঠেছে তারা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন রাজ্যের ছবি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার হিংসা বলে প্রচার চালাচ্ছে। নতুন করে উস্কানি মূলক প্রচার শুরু হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার দাবি করেছেন মুশিদাবাদের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। যারা আতঙ্কে গঙ্গা পেরিয়ে মালদায় আশ্রয় নিয়েছেন তাদের ত্রাণ পৌঁছে দিয়েছে প্রশাসন। জঙ্গিপুর পুলিশ জেলা সুপার জানিয়েছেন, যারা অশান্তির কারণে ঘর ছেড়েছেন তাদের ফের ঘরে ফিরে আসতে চাইলে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct