আপনজন ডেস্ক: ইসলামিক আমিরাতের প্রধান শায়খ হিবাতুল্লাহ আখুন্দজাদা সম্প্রতি কান্দাহারে পাকতিয়ার গভর্নর ও অন্যান্য প্রাদেশিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকালে তিনি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে শরিয়াহ বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
তিনি স্থানীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, যেন তারা ইসলামী বিধান, বিশেষ করে ‘আমর বিল মারুফ (পুণ্যের প্রচার) ও নাহি আনিল মুনকার (পাপ প্রতিরোধ)’ আইন কার্যকর করার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালান।
ইসলামিক আমিরাতের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এক বিবৃতিতে বলেন, ‘সম্মানিত আমিরুল-মুমিনিন কর্মকর্তাদের ইসলামী ব্যবস্থা শক্তিশালী করার, শরিয়া বাস্তবায়ন করার, পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধের আইন প্রয়োগ করার এবং জনগণের সেবা করার নির্দেশ দিয়েছেন।’ ইমারাতের শীর্ষ নেতা জনগণের মধ্যে ঐক্য রক্ষা এবং বিভেদ প্রতিরোধের গুরুত্বের উপরও আলোকপাত করেন। ফিতরাত জানান, ‘আমিরুল-মুমিনিন জনগণকে মন্ত্রণালয়কে সহযোগিতা করার, জনসাধারণের সমস্যার সমাধান খুঁজে বের করার এবং জাতিগত বিভেদ দূর করার আহ্বান জানিয়েছেন।’ এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক আব্দুল সাদিক হামিদজয় বলেন, ‘সরকার যদি জনগণের সমর্থন চায়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, যাতে কেউ হতাশ বা বিচ্ছিন্ন বোধ না করে।’ এর আগে কান্দাহারে ঈদুল ফিতরের নামাজ আদায়ের সময়ও ইসলামিক আমিরাতের নেতা মতভেদ দূর করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি ইসলামী ব্যবস্থা তখনই সফল হতে পারে, যখন সকল নাগরিকের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় থাকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct