আপনজন ডেস্ক: তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি একটি কলেজের পড়ুয়াদের ‘জয় শ্রীরাম’ বলতে বলায় এসপিসিএসএস-টিএন নামে একটি শিক্ষা সংগঠন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাজ্যপালকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে। এ ব্যাপারে স্টেট প্ল্যাটফর্ম ফর কমন স্কুল সিস্টেম-তামিলনাড়ুর সাধারণ সম্পাদক পিবি গজেন্দ্র বাবু এক বিবৃতিতে বলেছেন, ইচ্ছাকৃতভাবে ভারতীয় সংবিধানের ১৫৯ অনুচ্ছেদ (রাজ্যপালের শপথ) লঙ্ঘন করার জন্য রবিকে অবিলম্বে তামিলনাড়ুর রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। মাদুরাইয়ের একটি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি শনিবার ভাষণ দিতে গিয়ে ছাত্রছাত্রীদের তিনবার ‘জয় শ্রীরাম’ বলতে বলেছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct