এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: আগামী ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। সুষ্ঠুভাবে সম্মেলন পরিচালনার জন্য রবিবার পাকসার্কাস হজ হাউসে ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন ইমাম সংগঠনের প্রতিনিধিরা। পরে কলকাতা প্রেসক্লাবে ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবির সংগঠনের তরফে একটি সাংবাদিক সম্মেলন করে সম্মেলনের বিষয়ে বিস্তারিত জানানো হয়। রাজ্যজুড়ে ওয়াকফ আন্দোলনের আবহে রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতেও ইমামদের সংগঠনের নেতৃত্বরা আহ্বান জানান। উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, নাখোদা মসজিদের ইমাম মওলানা শফিক কাশেমী, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি বাকীবিল্লাহ মোল্লা, সংগঠনের মুখ্য উপদেষ্টা হাজী কামরুল হুদা, অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস, মোহাম্মদ আব্দুল্লাহ, রেহান আহমেদ কুরেশি, রজব আলী খান (লাল্টু), ফিরোজ আহমেদ মোল্লা সহ অন্যরা ।
বিভেদকামী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শান্তির পক্ষে থাকার অনুরোধ জানান নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী। অন্যদিকে কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ১৬ই এপ্রিল রাজ্য সরকারের অবস্থান ফের একবার স্পষ্ট করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলন প্রসঙ্গে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি বাকিবিল্লাহ মোল্লা জানান, ১৬ তারিখ নেতাজি ইন্ডোরের গুরুত্বপূর্ণ সভায় যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন স্বাভাবিকভাবেই এই সভার গুরুত্ব বেড়ে গিয়েছে। রাজ্যের সকল ইমাম-মুয়াজ্জিন এবং শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গকে আসার আহ্বান জানিয়ে বাংলার সর্বস্তরের সর্ব ধর্মের মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদনও করেন তিনি । রাজ্য জুড়ে শান্তি ও শৃঙ্খলারক্ষার জন্য প্রশাসনের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে থাকেন ইমাম-মুয়াজ্জিনরা। আগামী দিনেও এর অন্যথা হবে না বলে জানিয়েছেন বাকিবিল্লাহ।
সাংবাদিক সম্মেলনে রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান বলেন, এই দেশের শত শত বৎসর ধরে চলে আসা প্রথাকে ভেঙে ফেলে নিজেদের মত চাপানোর চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। মুসলিমদের বিরোধী ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে সংগঠিত হচ্ছে আন্দোলন । কিন্তু বিজেপি প্ররোচনা দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাচ্ছে ।
ইমাম-মুয়াজ্জিন নেতৃত্বরা স্পষ্ট করে দেন, ইসলাম ধর্ম অশান্তিকে প্রশ্রয় দেয় না। তারা বলেন, ওয়াকফ নিয়ে আমাদের আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কোনো ধর্মের বিরুদ্ধে নয়, ৮০ শতাংশ হিন্দুরাও আমাদের পক্ষে আছে। তাই কোনো রকম প্ররোচনায় পা দেওয়া যাবে না। বিভাজন তৈরির চেষ্টা চলছে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সম্প্রীতি বজায় রাখতে হবে। তবে ১৬ই এপ্রিল নেতাজি ইন্ডোরের সভায় ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে আছেন সকলে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct