বাইজিদ মন্ডল, উস্থি, আপনজন: সম্প্রতি সংসদের উভয় কক্ষে উত্তপ্ত বিতর্কের পর ওয়াকফ বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। আর সেই ওয়াকফ আইন বাতিলের দাবিতে মিল্লি ইত্তেহাদ মগরাহাট পশ্চিম কমিটির উদ্যোগে উত্তর কুসুম অঞ্চলে কলাপাড়ায় মসজিদ এলাকায় রাস্তায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সভায় অংশ নিলেন প্রায় শতাধিক মানুষ। বিশেষ করে এখানে মহিলাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠল। সম্প্রতি সংসদের উভয় কক্ষে উত্তপ্ত বিতর্কের পর ওয়াকফ বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। তারই অংশ হিসেবে আয়োজিত হয় জনসভা,যেখানে বক্তারা ওয়াকফ আইনকে ‘কালা কানুন’ আখ্যা দিয়ে বিল বাতিলের দাবি তোলেন। এখানে উপস্থিত ছিলেনবঙ্গীয় সংখ্যালঘু পরিষদ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: জাহান আলি পুরকাইত, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ব্লক সভাপতি নূরনবী সর্দার, রাজ্য ফ্রাটারনিটি মুভমেন্ট এর সভাপতি ড: মনোয়ার হোসেন মোল্লা, উত্তর কুসুম ছোট পাড়া দিনীয়াত মুনাজ্জাম এর শিক্ষক মাওলানা নুর আলম,মাওলানা আব্দুল মুকিম সহ এলাকার বিশিষ্ট উলামায়ে কেরামগণ ও গুণীজন মানুষ। কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ বিল নিয়ে এসেছে এই নিয়ে বিশেষ সুক্ষ ও সরল ভাবে এলাকার সাধারণ মানুষকে বোঝালেন ও সচেতন করলেন। এই বিল বাতিলের জন্য কি কি করতে হবে সেই নিয়ে বোঝালেন রাজ্য ফ্রাটারনীটি মুভমেন্ট এর সভাপতি ডাঃ মনোয়ার হোসেন মোল্লা। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ব্লক সভাপতি নূরনবী সর্দার ও শিক্ষক মাওলানা নুর আলম কেন্দ্রীয় সরকারের প্রতি একরাশ ক্ষোভ প্রকাশ করে এই বিল বাতিলের জন্য দেশের শীর্ষ আদালতকে অনুরোধ জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct