সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় ১ নম্বর ব্লকের দূর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বাঁকরি গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন “চাষার বেটা” খ্যাত আব্দুর রেজ্জাক মোল্লা। ১২ এপ্রিল ২০২৫ শনিবার বিকাল ৫ টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
একাধিক বারের বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য মরদেহ বিধানসভায় নিয়ে যাওয়া হয়। সেখানে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় থেকে শুরু করে অন্য বিধায়কগণ শ্রদ্ধা নিবেদন করেন। বাড়িতে শ্রদ্ধা জানাতে আসেন বাম নেতা প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি, ক্যানিং পূর্ব তথা স্থানীয় বিধায়ক তৃণমূল নেতা সওকাত মোল্লা সহ বাম এবং তৃণমূলের কর্মী-সমর্থকরা।
১১ এপ্রিল ২০২৫ শুক্রবার সাড়ে ১১ টা নাগাদ তিনি বাধ্যক্যজনিত অসুস্থতার কারণে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ১৯৪৪ সালের ৩১ জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র এবং দুই কন্যা। আব্দুর রেজ্জাক মোল্লা ১৯৭২ সালে ভাঙড় বিধানসভা থেকে নির্বাচিত হয়ে বিধানসভায় প্রবেশ করেন। ১৯৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ক্যানিং পূর্ব থেকে টানা বিধায়ক হয়েছেন।
২০১৬ সালে তিনি তৃণমূলে যোগদান করেন এবং ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন। জয়লাভের পর মমতা বন্দ্যোপাধ্যায়েরের মন্ত্রী সভার মন্ত্রী হন। ২০২১ সালে তিনি আর ভোট ময়দানে অংশগ্রহণ করেননি।
আব্দুর রেজ্জাক মোল্লা, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরের মন্ত্রিসভার সদস্য ছিলেন। ১৯৮২ সালে তিনি প্রথম মন্ত্রী হন। ভূমি ও ভূমি রাজস্ব দফতর, সুন্দরবন উন্নয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন সহ একাধিক দফতরের দায়িত্ব সামলেছেন তিনি।
আব্দুর রেজ্জাক মোল্লা প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নিজ গ্রাম বাঁকড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে। বোদরা উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক পাশ করেন। স্নাতক হন কলকাতার মণীন্দ্র কলেজ থেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct