নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: নয়া ওয়াকফ বিলের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করুন। কিন্তু এই আন্দোলন শান্তিপূর্ণভাবে পালন করতে বলেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মহম্মদ কামরুজ্জামান। রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে পথ অবরোধ করে, সাধারণ মানুষকে কস্ট দিয়ে কোন আন্দোলন করতে তিনি বারণ করেছেন। ইতিমধ্যে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের যে খনড যুদ্ধ হয়েছে সেটার জন্য তিনি দুঃখ প্রকাশ করে ওই জাতীয় আন্দোলন করতে মানা করেছেন। তিনি আর বলেছেন পুলিশ ও হিন্দু ভাই বা অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে সংগ্ৰাম করা আমাদের মূল বিষয় নয়। শান্তিপূর্ণ আন্দোলন করতে তিনি অনুরোধ করেছেন। গণতান্ত্রিক ভাবে ভারতের সংবিধান কে রক্ষা করা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মৌলিক অধিকারস্বাভাবিক পরিবেশ যাতে ব্যহত না হয় সেই দিকে নেতৃত্ব কড়া নজরদারি চালাতে বলেছেন। নয়া ওয়াকফ বিলের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক মহা সম্মেলনে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন । অন্যদিকে, জামাআতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান এক প্রেস বিবৃতিতে বলেন, নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সুস্পষ্ট নির্দেশিকা মেনে মুসলিম সমাজকে করতে হবে । বিচ্ছিন্নভাবে কারোর দ্বারা পরিচালিত না হয়ে বোর্ডের নির্দেশ মেনেই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি গ্রহণ করতে হবে। অমুসলিম বুদ্ধিজীবী, সুশীল সমাজের লোকদের সাথে নিয়ে সংবিধান বিরোধী নতুন ওয়াকফ আইনের অভিসন্ধি গুলিকে জনগণকে বোঝাতে হবে ।
তিনি আরও বলেন, আন্দোলন হতে হবে আইনের অনুশাসন মেনে। সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতা সৃষ্টির প্ররোচনায় কেউ যেন প্রভাবিত না হয় । পশ্চিমবঙ্গের সকল সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন যে, রাজ্যে সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় ও তাকে অক্ষুণ্ন রাখতে সর্বাত্মকভাবে এগিয়ে আসুন । রাজ্যের যে যে জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত ও নিন্দাজনক । ঘটনা কীভাবে সংগঠিত হল তার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct