আপনজন ডেস্ক: কলকাতায় টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে আইএসএল কাপ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট।
লিগ শিল্ড জয়ের পরে এবার আইএসএল কাপের রং ও সবুজ মেরুন হল। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯ মিনিটে মোহনবাগানের আলবার্তো রদ্রিগেজ আত্মঘাতী গোল করে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন।
এরপর ৭২ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে সমতা ফেরান মোহনবাগানের স্ট্রাইকার জেসন কামিংস। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ৯৬ মিনিটে জয়সূচক গোলটি করেন জেমি ম্যাকলারেন।
ফলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জিতে আইএসএল কাপ চ্যািম্পিয়ন হয় মোহনবাগান সুপারজায়ান্ট। সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান সমর্থকরা তখন বিজয়োল্লাসে মেতে ওঠে।
২০২০-২১ মরশুমে মুম্বই সিটির পর আইএসএলের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে লিগ উইনার্স শিল্ড ও আইএসএল কাপ জিতল মোহনবাগান। খেলা শুরুর ৪৯
মিনিটে রায়ান উইলিয়ামসের সেন্টার বিপদমুক্ত করতে গিয়ে গোলে পাঠিয়ে দেন আলবার্তো । আত্মঘাতী গোলের সুবাদে বেঙ্গালুরু এফসি এগিয়ে গেলে মোহনবাগান কঠিন সমস্যায় পড়ে। পরিস্থিতি বুঝে হোসে মোলিনা দুটি খেলোয়াড় বদল করেন।
অনিরুদ্ধ থাপার জায়গায় সাহাল আবদুল সামাদ এবং লিস্টন কোলাসোর জায়গায় আশিক কুরিয়ান নামতেই নিয়ন্ত্রণ ফিরে পায় মোহনবাগান সুপার জায়ান্ট। ৭২ মিনিটে জেসন কামিন্সের সেন্টার জেমি ম্যাকলারেন তা ফ্লিক করেন। বল বিপদমুক্ত করতে গিয়ে বক্সের মধ্যে হাতে লাগিয়ে ফেলেন চিঙ্গলসানা। তার ফলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় মোহনবাগান। এবার চাপ বাড়াতে থাকে মোহনবাগান সুপারজায়ান্ট। অতিরিক্ত সময়ে ছয় মিনিটের মাথায় গোল করে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করে তোলেন জেমি ম্যাকলারেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct