এহসানুল হক, বসিরহাট, আপনজন: ওয়াকফ সম্পত্তি বাঁচাতে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয় বসিরহাট থানার অন্তর্গত রামনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। দূরদূরান্ত থেকে বহু মানুষ এই সভায় অংশ নেই। এদিন উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কিরুল ইসলাম, বসিরহাট কোর্টের আইনজীবী অরিন্দম গোলদার, পশ্চিমবঙ্গ বন্দি মুক্তি মোর্চার সম্পাদক ছোটন দাস, হাদিপূর সিনিয়র মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা রুহুল আমিন, মালতীপুর স্কূলের প্রধান শিক্ষক শাহনাওয়াজ,মুফতি মাওলানা হারুন অর রশিদ,টাকি রামকৃষ্ণ মিশনের শিক্ষিক তুষার মন্ডল সহ একাধিক বিশিষ্টজনেরা।প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার সংবিধান লঙ্ঘন করে ওয়াকফ সংশোধনী বিল প্রণয়ন করছে। ছোটন দাস বলেন, ‘ওয়াকফ সংশোধনী বিল একটি ষড়যন্ত্র, যার মাধ্যমে মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা চলছে। বিজেপি এই পরিকল্পনায় সফল হবে না।’ এদিন আইনজীবী মোফাক্কিরুল ইসলাম বলেন,বিলটি ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি এবং সরকারের ভূমিকা বৃদ্ধির প্রস্তাব করে, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িছে। সমালোচকরা মনে করেন, এই বিল মুসলিমদের সম্পত্তির অধিকার খর্ব করতে পারে এবং সংখ্যালঘুদের উপর সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে পারে। সরকারের দাবি, এই পরিবর্তনগুলি দুর্নীতি প্রতিরোধ এবং বৈচিত্র্য বাড়ানোর জন্য করা হচ্ছে, তবে বিরোধীরা একে সংখ্যালঘুদের অধিকার দুর্বল করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। তিনি জানান আগামী ২৬শে এপ্রিল ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে। সকলকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। অন্যদিকে বাদুড়িয়ায় ওয়াকফ বিলের বিরোধিতায় বিশাল মিছিলের আয়োজন করা হয়। কয়েক ঘন্টা ধরে পথ অবরোধ কর্মসূচি পালন করে।যার ফলে ব্যাপক জানজটের সৃষ্টি হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct