বাইজিদ মন্ডল, আমতলা, আপনজন: কেনো বারংবার এরকম ধরনের ঘটনা ঘটছে, পুলিশের সঙ্গে আন্দোলন কারীদের মধ্যে ধস্তাধস্তি। আইনশৃঙ্খলা সামলাতে গিয়ে একাংশের আক্রমণের মুখে মাঝে মধ্যেই পড়তে হয় পুলিশ বাহিনী। হুগলির চাঁপদানীর পর পুলিশের সঙ্গে আন্দোলন কারীদের এমন ঘটনা ঘটলো আমতলায়ও। এদিন শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলায়,ঘটনার জেরে অবরুদ্ধ ১১৭ জাতীয় সড়ক।স্থানীয় সূত্রের খবর, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এদিন এলাকায় মিছিল করছিল মুসলিম ধর্মপ্রাণ সাধারণ মানুষ জন। পুলিশ সূত্রে খবর নিরাপত্তা দেখভালের জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন পুলিশের কর্মীরাও।অভিযোগ, আচমকা পুলিশের গাড়িতে আক্রমণ চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখমও হয়েছেন বলে খবর। এই খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়। পুলিশের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ এনেছেন আন্দোলন কারীরা। পুলিশের বিরুদ্ধে সেই অভিযোগ এনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আন্দোলন কারীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয়। উত্তেজনা থাকায় এলাকাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশ্ন উঠেছে ওয়াকফ আইন বাতিলের দাবিতে সব মিছিল হচ্ছে, সেখান থেকেই কেন বা পুলিশের সঙ্গে আন্দোলন কারীদের মধ্যে এমন আক্রমণ হচ্ছে, সে বিষয়ে গোয়েন্দা দপ্তরের উচিত বিশদ তদন্ত করা। কারণ মিছিল ও আন্দোলন কারীরা সাধারণত এই ধরনের হামলা করবে না, মমতার পরিচয় তাদের আক্রমণের লক্ষ্য হতে পারে না। রাজ্য গোয়েন্দা দফতর থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের উচিত বিষয়টিকে খতিয়ে দেখা। কেনো বারংবার এরকম ধরনের ঘটনা ঘটছে, পরবর্তীতে এরকম ধরনের ঘটনা না ঘটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct