সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: সিপিএমের শিক্ষকদের বাংলা ছাড়ার হুঁশিয়ারি দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী।
একই সাথে চাকরি হারা শিক্ষকদের স্কুলে কাজ না করতে দিলে, স্কুলের প্রধান শিক্ষকদের ও দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন সাংসদ। চাকরিহারা শিক্ষকদের সমর্থনে শুক্রবার বাঁকুড়া শহরের হিন্দু হাইস্কুল থেকে মাচানতলা পর্যন্ত একটি পথসভায় শতশত তৃণমূল কর্মীর পাশাপাশি পথসভায় পা মেলান সংসদ অরূপ চক্রবর্তী।
পথসভা শেষে সভাই বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রথমেই বলেন, বুধবার দিন যে সমস্ত সিপিএমের শিক্ষকরা ডিআই অফিস ঘেলাও কর্মসূচিতে যোগ দিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, তাদের বাংলা ছাড়া করতে হবে। এই সমস্ত শিক্ষকদের বাংলা ছাড়ার হুশিয়ার এ দেন তিনি।
পাশাপাশি তার বক্তব্য কোন কোন স্কুলে প্রধান শিক্ষকরা শিক্ষকদের কাজে যোগদান করতে দিচ্ছে না তাদের নাম নথিভুক্ত করুন।এবং সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন প্রধান শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct