মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: িশক্ষা শুধু চার দেওয়ালের মাঝে সীমাবদ্ধ নয়—এই কথারই এক বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন পূর্বস্থলী দু’নম্বর ব্লকের নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের শিক্ষক সমেশ মন্ডল। বিগত কয়েক বছর ধরে নিজের উদ্যোগে ভিন রাজ্য থেকে আগত পরিযায়ী শ্রমিকদের শিশুদের ইটভাটার মধ্যেই পড়াশোনার সুযোগ করে দিচ্ছেন তিনি। রাজ্যের বাইরে থেকে আসা এই শ্রমিকদের সন্তানরা স্কুলে যেতে পারে না। তাই সমেশ মন্ডল নিজেই স্কুল নিয়ে পৌঁছে যাচ্ছেন ওদের কাছে।
এই বৃহস্পতিবার পূর্বস্থলীর রাজ ইটভাটায় শিক্ষকের এমন উদ্যোগে প্রাণ পেয়েছে শিশুদের মুখ। শুধু বই-পড়া নয়, শিশুদের জন্য টিফিনের ব্যবস্থাও করেছেন তিনি। “এই শিশুদের কাছে স্কুল মানে স্বপ্ন। আমি চাই তারা যেন পিছিয়ে না পড়ে,” বললেন সমেশবাবু। তার এই মহান কাজে মাঝে মাঝে কিছু এনজিও সহযোগিতা করে, তবে সহযোগিতা না পেলেও থেমে থাকেন না তিনি। নিজের সামর্থ্যে চালিয়ে যান এই শিক্ষার আলোকবর্তিকা। সবচেয়ে আশার কথা, তার ছাত্র-ছাত্রীরাই এখন এই কাজে পাশে দাঁড়াতে শুরু করেছে। কেউ বই দিচ্ছে, কেউ সময় দিচ্ছে স্বেচ্ছায় পড়াতে, কেউবা টিফিনের জন্য অর্থ সাহায্য করছে। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের এমন মেলবন্ধন গড়ে তুলছে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সমেশ মন্ডলের লক্ষ্য এখানেই থেমে নেই। তিনি জানিয়েছেন, আগামী দিনে পূর্বস্থলী অঞ্চলের আরও কয়েকটি ইটভাটায় এই শিক্ষার উদ্যোগ চালু করতে চান। “শিশুরা দেশ ও সমাজের ভবিষ্যৎ। তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হতে দেওয়া যায় না,” বলেন তিনি।
এই উদ্যোগ কেবল মানবিকতার এক নিদর্শন নয়, বরং সমাজের প্রতি এক অনন্য দায়িত্ববোধের পরিচায়ক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct