আপনজন ডেস্ক: তানজানিয়ার বিরোধী নেতা তুন্ডু লিসুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে, এজন্য তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হতে পারে। এই অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, যা তানজানিয়ার রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। তুন্ডু লিসু, যিনি চাদেরমা দলের সভাপতি, বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজদ্রোহের অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন। এই অভিযোগটি সংক্রান্ত ঘটনায় লিসুকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল রুভুমায় একটি রাজনৈতিক সমাবেশের পর গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়, লিসু তার বক্তব্যে জনগণকে বিদ্রোহে উসকানি দিয়েছেন এবং অক্টোবর মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার ডাক দিয়েছেন। এমন বক্তব্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
তুন্ডু লিসু ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জন মাগুফুলির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি দার-এস-সালাম শহরের কিসুটু ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে অভিযোগ শুনেছেন। তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে তার কোন বক্তব্য নেওয়া হয়নি, যেহেতু এটি উচ্চতর আদালতে বিচারাধীন। তবে একটি ভিন্ন অভিযোগের ক্ষেত্রে তিনি মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে ন্যায়বিচারের জন্য আবেদন জানিয়েছেন। লিসুর আইনজীবী রুগেমেলেজা নশালা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, “এটি একেবারেই রাজনৈতিক। আমার ক্লায়েন্ট তার দলের সমর্থকদের সামনে দলের নির্বাচনী সংস্করণের কথা বলছিলেন।” লিসু ২০১৭ সালে এক হামলায় হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন এবং সে সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এরপর থেকে তিনি বেলজিয়ামে নির্বাসিত ছিলেন, তবে ২০২৩ সালে তিনি তানজানিয়ায় ফিরেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct