নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, আপনজন: শিক্ষক আন্দোলনে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে এবং আইনসম্মতভাবে নিযুক্ত যোগ্য প্রার্থীদের স্বপদে বহাল রাখার দাবিতে মেদিনীপুর শহরে মিছিল করল শতবর্ষের প্রাচীন শিক্ষক সংগঠন এবিটিএ। বিগত কয়েকদিনের ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
এদিন সন্ধ্যায় এবিটিএ-র জেলা কার্যালয় রবীন্দ্রনগর থেকে মিছিল শুরু হয়ে বিদ্যাসাগর মোড়, ক্ষুদিরাম মোড়, কেরানিতলা, জলট্যাঙ্কী মোড় এবং স্টেশন রোড পরিক্রমা করে অশোকনগর মোড়ে এসে শেষ হয়। জলট্যাঙ্কী মোড় ও অশোকনগর মোড়ে দুটি প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়।
মিছিল ও সভায় অংশগ্রহণকারী শিক্ষক নেতৃত্ব যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পৃথক করে শুধুমাত্র যোগ্যদের চাকুরিতে বহাল রাখার জোর দাবি জানান। তাঁরা আরও বলেন, আসল ওএমআর শিট অথবা তার প্রতিলিপি প্রকাশ করে এবং সুপ্রিম কোর্টে জমা দিয়ে যোগ্য প্রার্থীদের চাকরি নিশ্চিত করতে হবে। শিক্ষক আন্দোলনে পুলিশি নির্যাতনের জন্য দায়ীদের শাস্তিরও দাবি জানানো হয়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক জগন্নাথ খান, সদর মহকুমা সম্পাদক শ্যামল ঘোষ ও মহকুমা সভাপতি সুরেশ পড়িয়া প্রমুখ শিক্ষক নেতৃত্ব। উল্লেখ্য, যোগ্য প্রার্থীদের পুনর্বহালের দাবিতে এবিটিএ পশ্চিম মেদিনীপুর জেলাতেও আন্দোলন চালাচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct