নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: পুলিশের আচরণবিধি কি রকম হবে তা নিয়ে প্রত্যেক মাসে বৈঠক করা হয়। থানার অফিসারদের নিয়ে সেমিনার করা হয়। শুক্রবার লালবাজারের সাংবাদিকদের বলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি বলেন, শিক্ষকরা কসবার ডিআই অফিসে যে হিংসাত্মক আচরণ করবে তা ভাবা যায়নি। শিক্ষকদের তালা লাগানোর কর্মসূচি ছিল। শিক্ষকরা ওখানে গিয়ে মারধর করবে এটা প্রত্যাশা ছিল না। তালা লাগানো আর তালা ভাঙা দুটো সম্পূর্ণ আলাদা। একজন পুলিশ আধিকারিক তিন দিন হাসপাতালে ছিলেন। লাথি মারাটা বাঞ্ছনীয় নয় পুলিশের ভুল হতেই পারে। ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য বারবার বলা হয় তবে শিক্ষকদের সঙ্গে যেভাবে বাইরের লোক কসবা ডিআই অফিসে ঢুকে পড়েছিল তা তদন্তে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেখানে বহিরাগতদের উপস্থিতি ছিল। হামলাকারী এসআইয়ের পাশে দাঁড়িয়ে শিক্ষকদের হাতে আক্রান্ত পুলিশ এমনই দাবি করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতার পুলিশ কমিশনার জানালেন যে অফিসার লাথি দিয়ে ছুটেছিলেন তাকে প্রথমে কসবা কাণ্ডে তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হলেও পরে অন্য অফিসারকে ওই ঘটনার তদন্তকারী অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct