এম মেহেদী সানি , কলকাতা, আপনজন: আগামী ১৬ই এপ্রিল বুধবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সম্মেলন’ অনুষ্ঠিত হতে চলেছে ৷ ওই সভায় প্রধান বক্তা হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ কেন্দ্রীয় সরকারের সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রাজ্য জুড়ে সংখ্যালঘুদের প্রতিবাদ কর্মসূচির আবহে রাজ্যের ইমাম-মুয়াজ্জিন সংগঠনের নেতৃত্বদের উদ্যোগে অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সম্মেলনে মুখ্যমন্ত্রীর উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংখ্যালঘু মহল ৷
বুধবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সম্মেলন সফল করতে ইমাম সংগঠনের প্রতিনিধিরা শুক্রবার রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে প্রস্তুতি বৈঠক সম্পন্ন করেন ৷ উপস্থিত ছিলেন কলকাতা নাখোদা মসজিদের ইমাম মাওলানা ক্বারী শফিক কাসেমী, রাজ্যের সংখ্যালঘু কাউন্সিলের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, অল-ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মহঃ বাকিবিল্লাহ মোল্লা এবং ওই সংগঠনের মুখ্য উপদেষ্টা হাজী কামরুল হুদা, কলকাতা পুরনসভার মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি, মোহাম্মদ আব্দুল্লাহ, রেহান আহমেদ কুরেশি, রজব আলী খান (লাল্টু), ফিরোজ আহমেদ মোল্লা, সাব্বির ওয়ারশি প্রমুখ ৷
বৃহস্পতিবার সামাজিক গণমাধ্যমে মুখ্যমন্ত্রীর এই অরাজনৈতিক কর্মসূচির কথা জানিয়েছে রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন ৷ শুক্রবার প্রস্তুতি বৈঠক থেকেও তিনি রাজ্যের ইমাম-মুয়াজ্জিন সংখ্যালঘু বিদ্বজ্জনের উদ্দেশ্যে একই আহ্বান জানান ৷
ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সম্মেলন সফল করতে জোর তৎপরতা শুরু করছেন সম্মেলনের তিন আহ্বায়ক কলকাতা নাখোদা মসজিদের ইমাম মাওলানা ক্বারী শফিক কাসেমী, অল-ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মহঃ বাকিবিল্লাহ মোল্লা এবং ওই সংগঠনের মুখ্য উপদেষ্টা হাজী কামরুল হুদারা ৷ আয়োজকদের মধ্যে মুখ্য দায়িত্বে থাকা অল-ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মহঃ বাকিবিল্লাহ মোল্লা ‘আপনজন’কে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের সকল ইমাম-মুয়াজ্জিন এবং সংখ্যালঘু বিদ্বজনদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে বাংলার তথা দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন ৷ সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বাকিবিল্লাহ ৷ মুসলিম পার্সোনাল’ল বোর্ড, ওয়াকফ বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি রাজ্যের সমস্ত সংখ্যালঘু ইসলাম ধর্মীয় সংগঠনের নেতৃত্বদের এবং ফুরফুরা শরীফের পীরজাদাদেরও এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানা গিয়েছে ৷
‘ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সম্মেলন’ সুষ্ঠুভাবে ভাবে পরিচালনার জন্য প্রস্তুতি সভা থেকে একটি কোর কমিটি তৈরি করা হয়েছে ৷ যে কমিটিতে বিভিন্ন ইমাম-মুয়াজ্জিনদের সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি রয়েছেন বিশিষ্টজনরা ৷ কোর কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, অল ইন্ডিয়া ইমাল অ্যাসোসিয়েশনের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস, ষোলআনা মসজিদের ইমাম হামিদ হোসেন, আমিরুদ্দিন ববি, ফিরোজ আহমেদ মোল্লা প্রমুখ ৷
উল্লেখ্য, ঈদ পরবর্তী ইমাম-মুয়াজ্জিনদের সমাবেশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে রমজান মাসে কলকাতা টাউন হলে সারা রাজ্যের ইমাম প্রতিনিধিদের আহ্বানে সভা করেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ঈদ পরবর্তী ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে আয়োজিত সমাবেশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলেও ফিরহাদ হাকিম জানান ৷ ওই সভায় ফিরহাদ হাকিম বলেন, অল-ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে বাকিবিল্লাহ মোল্লা, ইমাম-মুয়াজ্জিন সমাবেশ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন সেই পরিপেক্ষিতে মুখ্যমন্ত্রী ৭ই এপ্রিল সময় দিয়েছিলেন ৷ ঈদের কাছাকাছি তারিখ নির্ধারণ হওয়ায় ইমাম-মুয়াজ্জিনদের সমস্যার কথা জেনে পুনরায় তা পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রীকে আর্জি জানাবেন বলে জানান ফিরহাদ হাকিম ৷ অবশেষে ১৬ই এপ্রিল কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিনদের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে নেতা ইন্ডোরের সম্মেলন থেকে ওয়াকফ ইস্যুতে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ কোনো বার্তা থাকবে কী না সেদিকেও তাকিয়ে রয়েছেন রাজ্যের ইমাম-মুয়াজ্জিনরা ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct