সারিউল ইসলাম , মুর্শিদাবাদ, আপনজন: সদ্য পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতাকে কেন্দ্র করে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদ। শুক্রবার দুপুর থেকে সামশেরগঞ্জ ও সুতি থানার বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ১২ নম্বর জাতীয় সড়কের ধুলিয়ান ডাকবাংলো মোড়, সুতি থানার সাজুর মোড় অবরোধ করে বিক্ষোভকারীরা। পুলিশের বাধা পেয়ে শুরু হয় ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। অভিযোগ, কিছু বিক্ষোভকারী বোমা ছোড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম সহ একাধিক পুলিশকর্মী আহত হন। প্রাণ বাঁচাতে স্থানীয় একটি মসজিদে আশ্রয় নিতে বাধ্য হন তাঁরা। পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার সন্ধ্যায় রাজ্য পুলিশের এডিজি অজয় নন্দ কে জঙ্গিপুরে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘটনার জেরে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। উত্তেজিত জনতা সরকারি ও বেসরকারি বাসে আগুন ধরিয়ে দেয়। অভিযোগ, পুড়িয়ে দেওয়া হয় একটি অ্যাম্বুল্যান্সও। ধুলিয়ান ট্রাফিক পুলিশ অফিসেও ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রথমে লাঠিচার্জ এবং পরে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয় দু’জন। তাঁদের মধ্যে একজন, ২১ বছরের ইজাজ আহমেদ বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরজন, ১৬ বছরের নাবালক মসরফ হোসেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। উত্তেজনার প্রভাব পড়ে যোগাযোগ ব্যবস্থাতেও। শুক্রবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। পাশাপাশি ফরাক্কা-আজিমগঞ্জ শাখায় রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। বহু ট্রেনের রুট ভায়া জঙ্গিপুরের পরিবর্তে পাকুড়-নলহাটি-সাগরদিঘী হয়ে আজিমগঞ্জ করা হয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধুলিয়ান সহ সামশেরগঞ্জে নামানো হয়েছে বিএসএফ। এর আগে ১৬৩ (পূর্বতন ১৪৪) ধারা জারি করা হলেও, শুক্রবারের ঘটনার সামনে তা কার্যকর হতে পারেনি। শুক্রবার রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হতে থাকে। রাজ্য পুলিশ সূত্রে খবর, যারা হিংসাত্মক কার্যকলাপে যুক্ত, তাঁদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। যারা গুজব ছড়াচ্ছেন বা উত্তেজনা বাড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিগত কয়েক দিন ধরেই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তেজনা ছড়াচ্ছে। জঙ্গিপুর, সুতি, সামশেরগঞ্জ প্রতিটি এলাকাতেই পুলিশের সঙ্গে সংঘর্ষের ছবি সামনে এসেছে।
জেলা প্রশাসনের সূত্রে খবর, জঙ্গিপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা শুক্রবার সন্ধ্যার পরিবর্তে রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে। নতুন করে যাতে উত্তেজনা না ছাড়াই সেদিকে নজর রেখেছে প্রশাসন।
জেলার বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল হলেও সুতি-শামশেরগঞ্জ কার্যত রণক্ষেত্রের চেহারা ধারণ করে। বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের শান্তি বজায় রাখতে এবং আইন মেনে আন্দোলন করতে আবেদন জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct