আজিম শেখ, রামপুরহাট, আপনজন: নির্মাণ শ্রমিকদের নির্মাণ কল্যাণ তহবিলের অপব্যবহার ও অপচয় বন্ধ কর। শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল কর। বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাক্ট ও আন্ত রাজ্য অভিবাসী শ্রমিক আইন শক্তিশালী কর। শ্রমিকদের ন্যূনতম মজুরি মাসিক ২৬০০০ টাকা ও পেনশন মাসে ১০০০০ টাকা করতে হবে। শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিল করো। এই দাবিতে নির্মাণ শ্রমিকদের বিক্ষোভ সভা ও মিছিল হলো রামপুরহাটে।
সিআইটিইউ অনুমোদিত বীরভূম জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের রামপুরহাট ১ নং ব্লক কমিটির আহ্বানে রামপুরহাট সুন্দিপুর মোড়ে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা অমিতাভ সিং, জুমাই খান, সুশান্ত মন্ডল। বিক্ষোভ সভায় শ্রমিক নেতা অমিতাভ সিং বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতির কারনে নির্মাণ শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হছেন। নির্মাণ ওয়েলফেয়ার বোর্ডের টাকা রাজনৈতিক দলের মঞ্চ থেকে নির্মাণ শ্রমিকদের না দিয়ে, রাজনৈতিক ক্ষুদ্র অভিসন্ধি নিয়ে নয় ছয় হচ্ছে। অথচ যাদের জন্য এই টাকা খরচ হওয়ার কথা, তারা থেকে যাচ্ছেন অন্ধকারে। আমাদের রাজ্য সরকারের মতোই দেশের সরকারের এই সমস্তদিকে কোনও নজর নেই। শ্রম আইন পাল্টে তারা শ্রমিকদের আরও সমস্যায় ফেলে দিচ্ছেন। ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এমন কি আমাদের রাজ্যের মতো বেশিরভাগ রাজ্যেই যেখানে বিজেপির সরকার সেখানেই মিছিল মিটিং করার অধিকার, অবস্থান করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। দেশের সরকার দেশ বিক্রি করতে নেমে পড়েছে। শ্রমিকের অধিকার খর্ব একদিকে আরেকদিকে লাগাতার ছাড় দেওয়া কর্পোরেট ট্যাক্স। লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির চেষ্টা চলছে।
সব মোবাইল সংস্থা ৪২% ফি বাড়াতে উদ্যোগী যখন, তখন ঠিক উল্টোদিকে বিএসএনএল উঠে যেতে চলেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোয়া, তাই এর আচ গিয়ে পড়ছে এই শ্রমিকদের উপরও। দেশে কৃষিতে সংকটের কারণে গোটা দেশেই একেবারে প্রান্তিক কৃষকেরা বছরের ৩,৪ মাস অসংগঠিত শ্রমিকের কাজ করছে। গোটা দেশে আর্থিক সংকট। গ্রাম ভারতের অবস্থা আরও খারাপ। সভাই সভাপতিত্ব করেন নির্মাণ শ্রমিক প্রশান্ত মন্ডল। বিক্ষোভ সভা শেষে রামপুরহাট ১ নং ব্লক আধিকারিকের অফিস পর্যন্ত মিছিল হয়। মিছিল ও সভা থেকে আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct