নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: গত শনিবার এক নাবালিকাকে যৌন হেনস্থার পরে মলদ্বারে কাটা চামচ ঢুকিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে।গুরুতর অবস্থায় তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে চিকিৎসাধীন নাবালিকা।অভিযুক্তকে নিউটাউন থেকে গ্রেফতার করল কোলাঘাট থানার পুলিশ।পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রাইন গ্রামের এক নাবালিকা মেয়েকে গত শনিবার যৌন হেনস্থা করে তার মলদ্বারে কাটা চামচ ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পাশের গ্রামের এক যুবকের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায়, তারা যখন কাজে বেরিয়েছিলেন ঠিক সেই সময় ওই অভিযুক্ত যুবক তার নাবালিকা মেয়েকে বাড়িতে একা পেয়ে তাঁর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে তাকে যৌন হেনস্থা করে তারপর নাবালিকার মলদ্বারে নৃশংস ভাবে ভাঙা চামচ ঢুকিয়ে দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা। সোমবার রাতে কোলাঘাট থানার পুলিশ মূল অভিযুক্ত মমতাজ হোসেনকে গ্রেফতার করে কলকাতার নিউটাউন থেকে।ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে ছিল মূল অভিযুক্ত। ধৃত অভিযুক্তের সঙ্গে ওই নাবালিকার পুরনো কোন শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পসকো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct