অরবিন্দ মাহাতো, পুরুলিয়া, আপনজন: পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের নপাড়া গ্রামে এক বিরল প্রজাতির সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকালে গ্রামের এক পুকুরপাড়ে সাদা রঙের একটি সাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বনদপ্তরে খবর দেওয়া হলে বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেন।
বনদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সাপটি একটি অ্যালবিনো কমন ক্যারেট, যা অত্যন্ত বিরল। কমন ক্যারেট এমনিতেই বিষধর প্রজাতির সাপ, তবে তার অ্যালবিনো রূপ সাধারণত চোখে পড়ে না। সাপটির সাদা রঙ এবং ভিন্ন চেহারা দেখে প্রথমে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বনকর্মীরা সময়মতো পৌঁছে সাপটিকে নিরাপদে ধরতে সক্ষম হন। বিশেষজ্ঞদের মতে, অ্যালবিনো ক্যারেট সাপ জেনেটিক পরিবর্তনের ফলে জন্মায়, যার ফলে শরীরের রঞ্জক পদার্থের ঘাটতি থাকে এবং সাপটি সম্পূর্ণ সাদা রঙের হয়ে ওঠে। এই ধরনের সাপ সাধারণত বনে বাস করে এবং জনবসতিতে খুব একটা আসে না। উদ্ধারের পর সাপটিকে বনদপ্তরের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করা হয় এবং পরে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct