সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: এ যেন ঠিক পাকা ধানে মই কয়েকদিনের মধ্যেই বোরো ধান ঘরে তুলতো কৃষকরা, তার আগে রাতভোর ৬০ থেকে ৬৫টি হাতির একটি দল তান্ডব লীলা চালালো পাত্রসায়ের রেঞ্জ এলাকায় কৃষি জমির উপর, বনদপ্তরের গাফিলতিতে এই ক্ষয়ক্ষতি দাবি কৃষকদের, ক্ষুব্ধ কৃষকরা ।
বাঁকুড়া জেলা পাত্রসায়ের রেঞ্জের কুশদ্বীপ বিটের ডিহিলাপুর মৌজা এলাকায় প্রায় ২৫০ থেকে ৩০০ বিঘা বোরো ধানের ওপর রাতভর তাণ্ডব লীলাচলায় হাতির দল। ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষি জমিতে। জানা যায় গত বছরের ১৯ ডিসেম্বর বাঁকুড়া জেলায় প্রবেশ করেছিল ৬০ থেকে ৬২ টি হাতির একটি দল। দীর্ঘ ১১২ দিন বরজোড়া জঙ্গলে এই হাতিগুলি থাকার পর পুনরায় তারা মেদিনীপুরের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। তার আগে গতরাতে পাত্রসায়ের ব্লকের ডিহিলাপুর এলাকায় ৬০ থেকে ৬২টি হাতির একটি দল এলাকার ২৫০ থেকে ৩০০ বিঘা ধানজমির উপর রীতিমতো তান্ডব লীলা চালায়। নষ্ট হয় ধান। মাথায় হাত কৃষকদের। এলাকার কৃষকরা বোরো ধান চাষ করেছে জমিতে। আর হয়তো কিছুদিনের মধ্যেই এই ধান ঘরে তুলতো কৃষকরা। কৃষকরা জানাচ্ছে মহাজনের কাছে ঋণ করে সর্বস্ব দিয়ে তারা ধান চাষ করেছে। কেউ কেউ আবার ভাগ চাষী রয়েছে। এই অবস্থায় সমস্ত ধান নষ্ট হয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে।
আগামী দিনে কিভাবে তারা চাষ করবেন কিভাবে মহাজনের ঋণ শোধ করবেন কিভাবেই বা সংসার চালাবেন এই ভেবেই রাতের ঘুম উড়েছে তাদের। কৃষকদের দাবি অবিলম্বে কৃষি দপ্তর এসে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুন। তবে এখনো পর্যন্ত কৃষি দপ্তরের কোন আধিকারিক এলাকা পর্যবেক্ষণ করতে আসেনি। কৃষকদের আরো অভিযোগ বনদপ্তর হাতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। তাই হাতি গুলি তাদের নির্দিষ্ট রুট ছেড়ে কৃষি জমিতে চলে এসেছে। আর এইভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct