সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: ৭০ বছরের সমাধান করল ব্লক প্রশাসন,খুশির হাওয়া উলুবেড়িয়া-১নং ব্লকের হাটগাছা-২অঞ্চলের মানুষজন । উল্লেখ্য, দীর্ঘ ৭০ বছর ধরে শ্মশানের কাজে ব্যবহৃত জমি অবশেষে রেকর্ডভুক্ত হল।
জানা গেছে, উলুবেড়িয়া-১ নম্বর ব্লকের হাটগাছা-২ নম্বর অঞ্চলের বাউড়িয়া মৌজার উত্তর বাউড়িয়ার জমিটি দীর্ঘদিন ধরে শ্মশান হিসেবে ব্যবহৃত হলেও, বৈধ কাগজপত্রের অভাবে রেকর্ডভুক্ত করা যাচ্ছিল না। সম্প্রতি এলাকার বাসিন্দারা স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়ের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপর মন্ত্রী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে বিষয়টি দেখার অনুরোধ করেন। পাশাপাশি, বিডিও-র কাছে একটি মাস পিটিশনও জমা দেন এলাকাবাসীরা।
মন্ত্রীর নির্দেশ মেনে উলুবেড়িয়া-১ নম্বর ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসারকে (বিএলআরও) জমিটি রেকর্ড করার ব্যবস্থা করে দেন। দীর্ঘ প্রতীক্ষার পর শ্মশানের জমি রেকর্ড হওয়ায় খুশি এলাকার বাসিন্দা পরশুরাম কয়াল এবং শ্রীমন্ত মণ্ডল। তাঁরা রাজ্যের মন্ত্রী পুলক রায় এবং বিডিও-কে ধন্যবাদ জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তাদের পূর্বপুরুষরা প্রায় ৭০ বছর ধরে এই জমিটি শ্মশান হিসেবে ব্যবহার করে আসছেন। কিন্তু এতদিনেও জমির আইনি স্বীকৃতি না থাকায় তারা সমস্যায় পড়েছিলেন। অবশেষে প্রশাসনের সহযোগিতায় সেই সমস্যার সমাধান হওয়ায় তারা কৃতজ্ঞ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct